Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ ফেব্রুয়ারি ২০২৪

রেড ক্রিসেন্ট

 

দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ২০১৩ সালের ৬ ই জুলাই যুব রেড ক্রিসেন্ট প্রতিষ্ঠিত হয়। শুরুর দিকে এর সদস্য সংখ্যা ১৫ থেকে ২০ জন এর মতো থাকলেও বর্তমানে এর সদস্য সংখ্যা ৭০ জন। দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট এ যুব রেড ক্রিসেন্ট এর হাত ধরে নানা রকম কার্যক্রম সংঘঠিত হয়েছে এবং বর্তমানেও  যুব রেড ক্রিসেন্ট এর ব্যানারে অনেক কার্যক্রম চলমান রয়েছে।

যেমনঃ

(১)-২০১৫ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত দুই/ তিন দিনব্যাপী মোট ৬ বার রেডক্রস /রেড ক্রিসেন্ট মৌলিক ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষনের আয়োজন করেছে।

(২)- বৃক্ষরোপণ কর্মসূচি প্রায় প্রতিবছরই হয়ে থাকে।

(৩)- পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান। 

(৪)- ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি। 

(৫)- আন্তঃফুটবল টুর্নামেন্ট এ প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান।

(৬)- শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মসূচিতে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন। 

(৭)- শীত বস্ত্র বিতরণ।

(৮)- স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি।

(৯)- দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও যৌথ মহড়া প্রদর্শনে অংশগ্রহণ। 

এছাড়াও আরো বিভিন্ন কার্যক্রম রয়েছে, মূলত জনস্বার্থে সেবা প্রদানেই আমাদের মূল উদ্দেশ্য ।

আমাদের বর্তমানে, শীত বস্ত্র বিতরণ, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, ফায়ার সার্ভিসে সিভিল ডিফেন্স দিনাজপুরের যৌথ মহড়া প্রদশন , ও বৃক্ষ রোপন কর্মসূচি ইত্যাদি চলমান রয়েছে ।

বর্তমানে যে সকল সদস্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে তাদের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরা হলো-

 দলনেতা

তপন চন্দ্র রায় ( কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি)

মোবাইলঃ 01849534616

 সহ দলনেতা

১। অনুশ্রী রায় দিশা( কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি)

২। নিশীতা চৌধুরী নাইস (এআইডিটি)

 উপ দলনেতা

১। মাহবুবা অপি ( মেকানিক্যাল টেকনোলজি)

২। আবু হাসনাত ( কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি)

৩। নাজিবা নওশিন পৃথা (সিভিল)

৪। মাহি আক্তার খুশবু (এআইডিটি)

৫। মোঃ সামিউল ইসলাম ( কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি)

৬। মোঃ নাসির খান ( কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি)

রেড ক্রিসেন্ট রেড ক্রিসেন্ট