Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ ডিসেম্বর ২০২৩

এক নজরে

দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট

দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট বাংলাদেশের বৃহত্তম ও নামী সরকারী পলিটেকনিক ইনস্টিটিউট যা ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এই পলিটেকনিকটি বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের (বিটিইবি) অধীনে নিয়ন্ত্রিত হচ্ছে। তৎকালীন পাকিস্তান সরকার পূর্ব  পাকিস্তানের জেলাসদরে ১৬টি  পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করে। দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট তারই একটি।  ১৯৬৪ সালে ”সিভিল” এবং “পাওয়ার” টেকনোলজি নিয়ে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর যাত্রা শুরু হয়। পরবর্তীতে ১৯৬৮ সালে “মেকানিক্যাল” টেকনোলজি , ১৯৮১ সালে ‘ইলেকট্রিক্যাল” টেকনোলজি চালু হয়। ২০০২ সালে “আর্কিটেকচার এন্ড ইন্টেরিয়র ডিজাইন” এবং “কম্পিউটার” টেকনোলজি চালু হয়। বর্তমানে প্রতিবছর ৬টি টেকনোলজিতে ১১০০ জন ছাত্রছাত্রী ভর্তি করা হয়। ২০২২ প্রবিধান মোতাবেক মেধা ও এস.এস.সি-তে প্রাপ্ত CGPA এর ভিত্তিতে কারিগরি শিক্ষা অধিদপ্তর কেন্দ্রীয়ভাবে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে প্রতিটি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে প্রেরণ করে থাকে।

ক্যাম্পাস ঃ

 প্রতিষ্ঠানের প্রবেশ দ্বারের পাশেই রয়েছে একটি দৃষ্টিনন্দন মসজিদ ও সবুজের চাদরে মোড়ানো সুবিশাল খেলার মাঠ যা খেলাধুলার পাশাপাশি মেধা ও মননশীল মানবসম্পদ তৈরীতে সহায়ক ভূমিকা রেখে ইনস্টিটিউটের শোভা ও মান বৃদ্ধি করছে। এই প্রতিষ্ঠানে রয়েছে তিন তলা বিশিষ্ট একাডেমিক ভবন , প্রশাসনিক ভবন, জ্ঞানাহরণের জন্য আছে প্রায় ৪০ হাজার বই সমৃদ্ধ লাইব্রেরি ও বসে পড়ার সুব্যবস্থা, আছে ওয়ার্কসপ, ল্যাব, কনফারেন্স রুম এবং সংস্কৃতি চর্চার জন্য শহীদ আমিনুর রহমান নামে অডিটোরিয়াম। শহীদ আমিনুল ইসলাম ও কাজী নজরুল ইসলাম নামে ২টি ছাত্রাবাস আছে এবং একটি ছাত্রী নিবাসও রয়েছে। ক্যাম্পাসে শিক্ষক কর্মচারীদের জন্য আবাসনের ব্যবস্থা আছে।  

অবস্থানঃ

২১.৪ একর জমির উপর স্থাপিত বিশাল অবকাঠামোর এই প্রতিষ্ঠানটি খোলামেলা কোলাহলমুক্ত অসংখ্য বৃক্ষরাজিতে সুশোভিত মনোরম পরিবেশে দক্ষিণ বালুবাড়িতে অবস্থিত। ইনস্টিটিউটের দক্ষিণ সীমানা দিয়ে দিনাজপুর-ঢাকা রেলপথ, পশ্চিম সীমানা দিয়ে এশিয়ান হাইওয়ে শহরে বাইপাস চলে গেছে ঠাঁকুরগাও, পঞ্চগড় হয়ে তেঁতুলিয়ার বাংলাবান্ধা এবং বগুড়া, ঢাকা, চট্টগ্রাম হয়ে টেকনাফ পর্যন্ত। এটি দিনাজপুর রেলওয়ে স্টেশন থেকে প্রায় ২ কি.মি. পূর্বে এবং বাস টার্মিনাল থেকে প্রায় ২ কি.মি. দক্ষিণে অবস্থিত। বাজার, ডাকঘর, থানা, মেডিক্যাল হাসপাতাল, ফায়ার সার্ভিস সবকিছুই ১/২ কি.মি এর মধ্যেই অবস্থিত।

 

একাডেমিক কার্যক্রমঃ

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরাধীন বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ৬টি টেকনোলজি চালু রয়েছে। সময় উপযোগী ও দেশি-বিদেশি প্রযুক্তিগত চাহিদা বিবেচনা করে টেকনোলজি সমূহ নির্ধারিত হয়েছে। ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের অধীনে ৪ বছর মেয়াদী ৮টি পর্বে ২টি শিফটে (১ম ও ২য় শিফট) টেকনোলজি সমূহ চালিত হয়।

 

পরিবহন ব্যবস্থাঃ

ইনস্টিটিউটের নিজস্ব চলাচলের জন্য একটি বাস রয়েছে। ক্লাস চলাকালীন প্রতিদিন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট রুটে এটি যাতায়াত করে। অনাবাসিক ছাত্র-ছাত্রীরা এতে যাতায়াতের সুবিধা পেয়ে থাকে। এছাড়াও একটি মাইক্রোবাস রয়েছে যা পরীক্ষার প্রশ্নপত্র আনয়নসহ বিভিন্ন সময় সরকারি ও জরুরি কাজে ব্যবহৃত হয়ে থাকে।